অমেঠি: এবারের রাখি অমেঠির ভাই-বোনেদের কাছে অন্যরকম। উপহার হিসেবে এবার বোনেদের শৌচাগার বানিয়ে দিচ্ছেন ভাইরা। জেলা স্বচ্ছতা সমিতি ‘আনোখি অমেঠি কা আনোখা ভাই’ নামে একটি প্রকল্প চালু করেছে। প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ করা রোখাই এই প্রকল্পের লক্ষ্য। ভাইরা এই প্রকল্পের মাধ্যমে বোনেদের জন্য শৌচাগার বানিয়ে দিচ্ছেন। যাঁরা এই প্রকল্পের আওতায় শৌচাগার বানাবেন, লটারিতে তাঁরা পুরস্কারও পেতে পারেন।
অমেঠির মুখ্য উন্নয়ন আধিকারিক অপূর্ব দুবে জানিয়েছেন, প্রথমে নিজেদের খরচেই ভাইদের শৌচাগার বানাতে হবে। জেলা প্রশাসনের আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে শৌচাগার দেখবেন। এরপর লটারি আয়োজন করা হবে। লটারিতে যাঁরা জিতবেন, তাঁরা ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ এবং মোবাইল ফোন পেতে পারেন। এখনও পর্যন্ত ৮৫৪ জন ভাই শৌচাগার তৈরি করার জন্য নাম নথিভুক্ত করেছেন। ফলে জেলাকে স্বচ্ছ করে তোলার জন্য এই অভিনব পরিকল্পনা সফল হবে বলেই আশা করছে প্রশাসন।
এবারের রাখিতে অমেঠিতে বোনরা উপহার পাচ্ছেন শৌচাগার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2017 01:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -