লখনউ: বাবরিকাণ্ডে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে চার্জ গঠনের পরে, আজ অযোধ্যা সফরে এসে অস্থায়ী রাম মন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর, প্রথমবার তিনি অযোধ্যায় গেলেন। প্রথমে হনুমানগড়ি মন্দিরে পুজো দেন যোগী। এরপর রামলালা দর্শন করে সরযু নদীর ঘাটে গিয়ে পুজো করেন। আদিত্যনাথের সফর ঘিরে উত্সাহ বিজেপি সমর্থকদের মধ্যে। তাঁরা 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন। সন্ধে পর্যন্ত অযোধ্যাতেই থাকবেন যোগী।


রামজন্মভূমি-বাবরি মসজিদ চত্বরে অস্থায়ী মন্দিরে প্রায় আধঘন্টা ছিলেন বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে পরিচিত আদিত্যনাথ। তাঁর সঙ্গে ছিলেন ধরম দাস। ধরম দাসের বিরুদ্ধে গতকালই অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে চার্জগঠন করা হয়েছে।
উল্লেখ্য, গতকালই লখনউয়ে সিবিআইয়ের বিশেষ আদালত বাবরিকাণ্ডে লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, উমা ভারতী-সহ শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে চার্জ গঠন করে। আডবাণী আদালতে হাজিরা দেওয়ার আগে গেস্ট হাউসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন যোগী আদিত্যনাথ।