নয়াদিল্লি: চরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে সমুদ্র সুরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করল ভারত। মত্স্যজীবী এবং তল্লাশি ও উদ্ধার অভিযান সংক্রান্ত বিষয়ে আলোচনা জন্য ১৬-১৯ এপ্রিল পাক প্রতিনিধিদলের ভারতে আসার কথা ছিল। কিন্তু পাক প্রতিনিধিদলের ভারত সফরের জন্য প্রতিরক্ষা মন্ত্রক প্রয়োজনীয় অনুমতি দেয়নি বলে জানিয়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড নিয়ে দু'দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ভারত ইসলামাবাদকে কড়া বার্তা দিল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
ভারতের নৌসেনার প্রাক্তন অফিসারকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। ভারত বলেছে, এই মৃত্যুদণ্ড কার্যকর হলে তা হবে ‘পূর্বপরিকল্পিত হত্যা’।
কুলভূষণের মৃত্যুদণ্ড ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে সমুদ্র সুরক্ষা সংক্রান্ত বৈঠক বাতিল করল ভারত
ABP Ananda, web desk
Updated at:
15 Apr 2017 12:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -