গুয়াহাটি: কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নই সোমবার অসমে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ।
পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন চলছে অসমেও। মোট দু দফায় ভোটগ্রহণ হবে ১২৬ আসনে। এর মধ্যে সোমবার প্রথম দফার ভোটগ্রহণ হল ৬৫ আসনে। প্রথম দফার নির্বাচনে ভাগ্য নির্ধারিত হবে মোট ৫৩৯ জন প্রার্থীর। তারমধ্যে রয়েছে শাসক কংগ্রেস ও বিজেপি-এজিপি-বিপিএফ জোট। আজকের নির্বাচনে মোট ২,১৯০ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ১,২৪১টি ভোটকেন্দ্রকে সঙ্কটপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, ১,৯৯২টি কেন্দ্রকে অতিস্পর্শকাতর ও ৩,৭৩৯টি কেন্দ্রকে অতিসংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছিল কমিশন।
সারা রাজ্য কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ৬৫টি কেন্দ্রের মধ্যে রয়েছে অসমের ওপর দিকের কিছু পাহাড়ি অঞ্চল, উত্তরের কিছু অঞ্চল ও বারাক উপত্যকা।
নির্বাচনের কথা মাথায় রেখে নিরাপত্তাকে আগেভাগেই আঁটোসাঁটো করা হয়েছে। বংলাদেশ সীমান্ত বরাবর বরাক উপত্যকার করিমগঞ্জ জেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দফার জন্য ৪৮ হাজারের বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে উত্তর অসম, পাহাড়ি অঞ্চল, উত্তর পাড় এবং বরাক উপত্যকাতেই মোতায়েন করা হয়েছে ৪০ হাজারের বেশি নিরাপত্তাবাহিনী।
৬৫টি কেন্দ্রে প্রায় ৫৩৫ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এরমধ্যে ৪৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মোট ১০২ জন অফিসার মোতায়েন করা হয়।
প্রথম দফায় কংগ্রেস ও বিজেপি-এজিপি-বিপিএফ-এর মধ্যে নির্বাচনী প্রার্থী ছাড়াও ২৭টি কেন্দ্রে এআইইউডিএফ-ও প্রার্থী দিয়েছে।
এবারের নির্বাচনে মূল লড়াই হল শাসক কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-অগপ-বিপিএফ জোটের। কংগ্রেস ৬৫ আসনেই লড়ছে। অন্যদিকে, বিজেপি লড়ছে ৫৪ আসনে, অগপ ১১ এবং বিপিএফ লড়াই করছে ৩টি আসনে। প্রথম দফার ভোটগ্রহণে ভাগ্য নির্ধারণ হবে মোট ৫৩৯ জন প্রার্থীর। এর মধ্যে ৪৯৬ জন পুরুষ, এবং ৪৩ জন মহিলা। ৬৫ আসনের মধ্যে ৪৫টি আসন ব্রহ্মপুত্র উপত্যকায়, ৫টি কার্বি-আংলং উপত্যকার দুটি পাহাড়-জেলায় এবং ১৫টি বরাক উপত্যকায় অবস্থিত।
এদিনের নির্বাচনে যে সকল কংগ্রেস নেতাদের ভাগ্যপরীক্ষা হয়েছে তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী তরুন গগৈ, বিধানসভার অধ্যক্ষ প্রণব গগৈ এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পবন সিংহ গাটওয়ার। এদিনের নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী ছিলেন সর্বনন্দ সোনোওয়াল এবং জোরহাট থেকে লোকসভা সংসদ কামাক্ষ্যা প্রসাদ তাসা।
অসম বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ভোট পড়ল ৭৮ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 02:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -