মুম্বই: তামিলনাড়ুতে রাজনৈতিক অনিশ্চয়তা তুঙ্গে। কিন্তু রাজ্যপাল বিদ্যাসাগর রাও রয়েছেন মহারাষ্ট্রেই। ঘটনাচক্রে আদতে তিনি মহারাষ্ট্রেরই রাজ্যপাল। তামিলনাড়ুর বাড়তি দায়িত্বও সামলাচ্ছেন তিনি। কিন্তু তামিলনাড়ুর চলতি সঙ্কটের মধ্যে তাঁর চেন্নাই ফেরার ব্যাপারে কোনও খবরই নেই।
গতকাল রাজভবন সূত্রে তিনি দু-একদিনের মধ্যেই চেন্নাই যেতে পারেন বলে জানানো হয়েছিল। কিন্তু বুধবার রাজভবনের এক অফিসার বলেন, রাজ্যপাল আজ সন্ধ্যায় একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যাবেন। কাল চেন্নাই বা দিল্লি, কোথায় তিনি যাবেন, সে ব্যাপারে কোনও খবর নেই।
তামিলনাড়ুতে গতকাল রাতে রাজনৈতিক সঙ্কটের সূত্রপাত হয়েছে এআইএডিএমকে সাধারণ সম্পাদক ভি কে শশীকলার মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করতে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ৫ ডিসেম্বর তাঁর নেত্রী জয়ললিতা মারা যাওয়ার পর থেকে দলের ভিতরের ঘটনাবলী সম্পর্কে গতকাল প্রথম মুখ খুলে তিনি দাবি করেন, তাঁকে ক্রমাগত অপমান করে চলেছেন সিনিয়র মন্ত্রী, নেতারা। তাঁকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার পর দাবিয়ে রাখতে চান তাঁরা।
তামিলনাড়ুতে অনিশ্চয়তা, রাজ্যপাল মহারাষ্ট্রেই
Web Desk, ABP Ananda
Updated at:
08 Feb 2017 05:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -