চণ্ডীগড়: কংগ্রেসের জন্যই কাশ্মীর সমস্যা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর আশা, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার শীঘ্রই উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।


সম্প্রতি কংগ্রেস অভিযোগ করেছে, এনডিএ সরকার কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ সফল করার জন্য একটি নীতি পরিকল্পনা দলও গঠন করেছে কংগ্রেস। এই দলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেস নেতা কর্ণ সিংহ, গুলাম নবি আজাদ এবং জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী অম্বিকা সোনি। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও সমালোচনা করেছে কংগ্রেস।

এরই পাল্টা হিসেবে বিজেপি সভাপতি বলেছেন, ‘কংগ্রেস এছাড়া আর কী বলতে পারে? কংগ্রেসের জন্যই কাশ্মীরের সমস্যা তৈরি হয়েছে। ১৯৮৯ থেকে বেশ কয়েকবার কাশ্মীরে অশান্তি হয়েছে। এই প্রথম ছাত্ররা নিরাপত্তারক্ষীদের দিকে পাথর ছুঁড়ছে না। অতীতেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। যখনই নিরাপত্তারক্ষীরা কঠোর অবস্থান নেন, তখনই পরিস্থিতি অশান্ত করে তোলা হয়। আমি আশাবাদী, অতীতের মতো এবারও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন।’

কেন্দ্রীয় সরকারের তিন বছরের কাজের প্রশংসা করে বিজেপি সভাপতি বলেছেন, গরিব, পিছড়ে বর্গের মানুষ, শ্রমিক এবং কৃষকদের উন্নতির জন্য কাজ করছে মোদী সরকার। কালো টাকা রোখা এবং দেশের আর্থিক উন্নতির জন্য নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। আন্তর্জাতিক আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিত করে দিয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য।

২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলীয় সংগঠনকে চাঙা করতে একের পর রাজ্যে যাচ্ছেন অমিত শাহ। গত মাসে জম্মু গিয়েছিলেন তিনি। বাংলা, ত্রিপুরা, হিমাচল প্রদেশের পর এবার চণ্ডীগড়েও গেলেন বিজেপি সভাপতি।