ভোপাল: সমাজে নিপীড়িত মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে বিজেপি। সেই প্রেক্ষিতে রবিবার মধ্যপ্রদেশের ভোপালে এক উপজাতি দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ও দলের রাজ্য সভাপতি নন্দকুমার চৌহানকে পাশে বসিয়ে সেভানিয়া-গৌড় এলাকায় কমল সিংহ উইকে নামে ওই কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত। মেনুতে ছিল— ডাল-বাটি, কড়ি-চাওল ও মিষ্টি।
ভিআইপি অতিথিদের আপ্যায়ণ করতে এদিন সকাল থেকেই ব্যস্ত ছিলেন উইকে পরিবার। প্রসঙ্গত, গত তিনদিন ধরে মধ্যপ্রদেশ সফরে গিয়েছেন অমিত শাহ। এর আগেও, তিনি সামাজিক-নিপীড়িত দলীয় কর্মীদের বাড়িতে খেয়েছেন।