নয়াদিল্লি: প্রাক্তন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগের নয়াদিল্লির বাসভবনে তাঁর সঙ্গে দেখা করলেন অমিত শাহ। বিজেপি 'সম্পর্ক ফর সমর্থন' নামে যে জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে, তারই আওতায় আজ সকালে সুহাগের কাছে যান বিজেপি সভাপতি। তারপর তিনি সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপের বাসভবনে গিয়েও তাঁর সঙ্গে কথা বলেন। বিজেপি সূত্রে খবর, গভীর জনসংযোগ তৈরির উদ্যোগ বাস্তবায়িত করতে বিজেপি সভাপতি নিজে অন্তত ৫০ জনের সঙ্গে দেখা করবেন।




কেন্দ্রীয় শাসক দল জানিয়েছে, দলীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রায় ৪ হাজার বিজেপি কর্মী সারা দেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, নামী এক লক্ষ লোকের সঙ্গে যোগাযোগ করে নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের কথা প্রচার করবেন। ২০১৯এর সাধারণ নির্বাচন সামনে রেখে মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে 'সম্পর্ক ফর সমর্থন' উদ্যোগ বিজেপির।