মুম্বই: রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। এই প্রেক্ষিতে অন্যতম শরিক দলের সমর্থন চেয়ে শিবসেনার দ্বারস্থ হল বিজেপি।


রবিবার মুম্বইতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, উদ্ধবকে অমিত শাহ জানান, রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর উত্তরে ঠাকরে জানান, বিজেপি নাম ঘোষণা করার পর তারা সমর্থন নিয়ে সিদ্ধান্ত নেবে।


এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে যান অমিত। সকাল ১০টার সময় বৈঠক শুরু হয়। চলে প্রায় ৭৫ মিনিট। প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদের জন্য ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের নাম প্রস্তাব করেছে শিবসেনা।