গোরক্ষপুর শিশুমৃত্যু: দেশে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, বললেন অমিত শাহ
ABP Ananda, web desk | 14 Aug 2017 08:18 PM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, এত বড় দেশে এ ধরনের অনেক ঘটনা আগেও ঘটেছে। এটা প্রথম কোনও ঘটনা নয়। কংগ্রেসের আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে। হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় কংগ্রেস মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছে। সেই দাবি খারিজ করে বিজেপি সভাপতি বলেছেন, কংগ্রেসের কাজই হল ইস্তফা দাবি করা। উল্লেখ্য, গত ৭ আগস্ট থেকে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ৭০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। অক্সিজেনের অভাবে অনেক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও রাজ্যের বিজেপি সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। অমিত শাহ বলেছেন, কংগ্রেসের মতো কোনও রকম তদন্ত ছাড়া কাউকে দায়ী করা হবে না। তিনি আরও বলেছেন, হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের সময়ও বেঁধে দিয়েছেন। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পর তা সর্বসমক্ষে প্রকাশ করা হবে। গোরক্ষপুরের ঘটনায় ট্যুইটারে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ট্যুইটারই শুধুমাত্র বার্তা জানানোর একমাত্র মাধ্যম নয়।