নয়াদিল্লি:  রাজ্যসভার সদস্য হিসেবে শুক্রবার শপথ নিলেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। জানা গিয়েছে, স্মৃতি সংস্কৃতে শপথবাক্য পাঠ করেছেন। বেঙ্কাইয়া নাইডুর তত্ত্বাবধানে বিজেপির এই দুই নেতা সংসদের আপার হাউসের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

শপথবাক্য পাঠের পর বেঙ্কাইয়ার পা ছুঁয়ে আশীর্বাদ নেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও বস্ত্রমন্ত্রী।

সংসদের সদস্য হিসেবে এই প্রথম কাজ করবেন অমিত শাহ। এই নিয়ে দ্বিতীবারের জন্যে সংসদে প্রবেশ স্মৃতির।এতদিন সংসদে সংখ্যার বিচারে পিছিয়ে ছিল বিজেপি। আশা করা হচ্ছে অমিত শাহর আগমণে এবার সংসদে নড়েচড়ে বসবে দলে প্রতিনিধিরা।

গুজরাত থেকে সংসদের আপার হাউসে নির্বাচিত হয়েছেন শাহ এবং ইরানি। এমাসের শুরুর দিকে এই নির্বাচন হয়। এরআগে গুজরাত বিধানসভায় পাঁচবার বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন অমিত শাহ।