নয়াদিল্লি: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে থাকবেন অমিত শাহ, যিনি সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। কেন্দ্রীয় সূত্রে এমনটাই খবর। ২০০৪ সালে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যূত হওয়ার পর এই বাংলোতে চলে আসেন বাজপেয়ী। সেই থেকে জীবনের শেষ দিন পর্যন্ত-- প্রায় ১৪ বছর কৃষ্ণ মেনন মার্গের এই বাংলোই ছিল প্রয়াত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। গত অগাস্ট মাসে বাজপেয়ীর মৃত্যুর পর সেই ভবন খালি করে দেন তাঁর পরিবারের সদস্যরা। সেই থেকে ফাঁকা পড়েছিল ওই বাংলোটি।
সূত্রের খবর, অমিত শাহ, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতিও বটে, বর্তমানে ১১ আকবর রোডের বাসভবনে থাকেন। সম্প্রতি কৃষ্ণ মেনন মার্গের বাংলোটি পরিদর্শন করে সেখানে কিছু পরিবর্তন সুপারিশ করেন শাহ। সেই মোতাবেক, বাংলোতে সংস্কারের কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী ১-২ মাসের মধ্যেই সেই কাজ শেষ হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত হয়েছিল, দিল্লিতে কোনও নেতার বাসভবন হিসেবে ব্যবহৃত সরকারি বাংলোকে তাঁর মৃত্যুর পর সমাধিস্থলে পরিণত করা হবে না। যে কারণে, বাজপেয়ীর ব্যবহৃত এই বাংলোকে তাঁর সমাধি হিসেবে পরিণত করা হয়নি। সেই জায়গায়, রাষ্ট্রীয় স্মৃতি স্থল-এ বাজপেয়ীর নামে ‘সদা অটল’ সমাধি তৈরি করা হয়। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্মৃতি স্থলটি দেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের শেষকৃত্যের জন্য তৈরি করা হয়েছে।