নয়াদিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোটে দলের ফল খারাপ হয়েছে। ২০১৯ এর লোকসভা ভোটেরও বেশি দেরি নেই। এই প্রেক্ষাপটে এবার বিজেপির দিল্লি শাখার ১২ হাজারের বেশি বুথের ভারপ্রাপ্ত ইনচার্জদের নিয়ে বসছেন অমিত শাহ। রবিবার তাঁদের বুথ পরিচালনার ফর্মুলা শেখাবেন বিজেপি সভাপতি। বুথ ইনচার্জরা যাতে সভায় আসেন, কোনও কারণে অনুপস্থিত না থাকেন, তা সুনিশ্চিত করতে তাঁদের বার কোড বসানো পরিচয়পত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। ইন্দিরা গাঁধী ইনডোর স্টেডিয়ামে বসতে চলা বৈঠকে ইনচার্জদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। তাঁরা সেখানে ঢুকলে ছবি সহ বার কোড লাগানো পরিচয়পত্র স্ক্যান করা হবে।
দিল্লিজুড়ে ১৩৮১৬টি ভোটের বুথ আছে। এর মধ্যে ১২ হাজারের বেশি বুথে ইনচার্জ নিয়োগ করেছে দল।
বিজেপি সূত্রের খবর, জেলা ও তার নীচের স্তরের দলীয় বুথ ইনচার্জদের বৈঠক ইতিমধ্যে হয়েছে। এই প্রথম রাজ্যস্তরে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বুথ প্রধানদের মুখোমুখি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানান দিল্লি বিজেপির বুথ ম্যানেজমেন্ট শাখার প্রধান ধরমবীর সিংহ। তিনি বলেন, আলোচনায় বুথ ইনচার্জরাও অমিত শাহের সামনে নিজেদের মতামত, সুপারিশ, প্রস্তাব পেশ করতে পারবেন।
দিল্লি বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি ও অন্য প্রথম সারির দলীয় নেতারাও বৈঠকে থাকবেন।
দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রই এখন বিজেপির দখলে।
২০১৯ এর লোকসভা ভোট: দিল্লি বিজেপির ১২০০০এর বেশি বুথ ইনচার্জদের বুথ ম্যানেজমেন্ট ফর্মুলা দেবেন অমিত শাহ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2018 03:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -