নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের জবাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ট্যুইটারে তাঁর তোপ, ‘আমরা শ্রদ্ধেয় মনমোহন সিংহজিকে প্রশ্ন করতে চাই, দেশের একজন মুখ্যমন্ত্রীকে মওত কা সওদাগর বলা হয়েছিল, তখন তিনি কেন ক্ষুব্ধ ও ব্যথিত হননি? দেশের প্রধানমন্ত্রীকে যখন নীচ বলা হল, তখনও তিনি কেন নীরব?’



বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘শ্রদ্ধেয় মনমোহন সিংহজির সততার বিষয়ে আমি কিছু বলতে চাই না। তাঁর চোখের সামনে যে বিশাল পরিমাণ লুঠতরাজ হয়েছিল, সেটাই তাঁর হয়ে বাহুল্যের পরিচয় দেয়। গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসের মরিয়া মনোভাব দেখে আমি অবাক হচ্ছি। ভোটগ্রহণের একদিন আগে শ্রী রাহুল গাঁধী ও শ্রদ্ধেয় মনমোহন সিংহজি বিদ্বেষপূর্ণভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন।’



মোদীর বিরুদ্ধে গুজরাতে ভোটে হারের ভয়ে মিথ্যা অভিযোগ করার দাবি করেছেন মনমোহন। তাঁর এই আক্রমণের জবাবে বিজেপি সভাপতি বলেছেন, ‘গোপন বৈঠকের কথা ফাঁস হয়ে যাওয়ার পরেই শ্রদ্ধেয় মনমোহন সিংহজি বলেছেন, আলোচনা ভারত-পাক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি কেন সরকারকে এই বৈঠকের বিষয়ে অবহিত করেননি? রাহুল গাঁধী যখন ইউপিএ আমলে প্রকাশ্যে অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেছিলেন, তখন প্রধানমন্ত্রী পদের মর্যাদার বিষয়ে তাঁর উদ্বেগ কোথায় ছিল?’