মুম্বই: মেট্রো রেলওয়েকে যাতায়াতের সহজতর মাধ্যম হিসাবে তুলে ধরেছিলেন অমিতাভ বচ্চন। এবং প্রবল সমালোচিত হলেন কিংবদন্তি অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল তাঁকে।

মঙ্গলবার অমিতাভ টুইট করে মেট্রোর হয়ে সওয়াল করেছিলেন। জানিয়েছিলেন, কীভাবে তাঁর এক বন্ধু আপদকালীন পরিস্থিতিতে মেট্রোয় করে হাসপাতালে পৌঁছেছিলেন। অমিতাভ টুইট করেন, ‘জরুরি পরিস্থিতিতে আমার এক বন্ধু গাড়ি না নিয়ে মেট্রোয় হাসপাতালে পৌঁছেছিল। ফিরে এসে সেই বন্ধু তার অভিজ্ঞতা শুনিয়েছিল। জানিয়েছিল, মেট্রোয় করে অনেক দ্রুত গন্তব্যে পৌঁছেছিল।’

পাশাপাশি অমিতাভ জানান যে, দূষণ রুখতে মেট্রোই সেরা উপায়। ভক্তদের গাছ বসানোর আহ্বানও জানান বলিউডের শাহেনশাহ। জানান যে, তাঁর বাগানেও অনেক নতুন গাছ বসিয়েছেন।




এরপরই বিদ্রুপের শিকার হতে হয় বিগ বি-কে। একজন টুইট করেন, ‘মেট্রো কি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে নিয়ে এসেছিল? নাকি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিল? বচ্চন স্যার, যা খুশি বলে দিলেন।’ কেউ কেউ আরে-তে মেট্রোর কারশেড তৈরির জন্য প্রায় ২ হাজার গাছ কাটার ঘটনার প্রসঙ্গ তুলে তীব্র নিন্দা করেন।

তবে সমর্থনও পেয়েছেন অমিতাভ। মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভিডে লেখেন, ‘মেট্রোর গুরুত্ব এভাবে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ বচ্চনজী। পুরো মুম্বইয়ে মেট্রো পরিষেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’