নয়াদিল্লি: ভারতীয় সেনার শহিদ জওয়ানদের স্ত্রী-সন্তান-পরিবারের কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দান করবেন বলে স্বীকার করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায় যে, প্রত্যেক শহিদ পরিবারকে ১ কোটি টাকা করে দেবেন বিগ বি। একইভাবে, ঋণগ্রস্ত কৃষকদের সাহায্যার্থেও অর্থ দান করবেন তিনি। তারই প্রেক্ষিতে এদিন টুইটারে অমিতাভ লেখেন, হ্যাঁ, আমি পারি এবং আমি তা করব।
সূত্রের খবর, প্রবীণ অভিনেতা ইতিমধ্যেই একটি টিম বেছেছেন যারা প্রকৃত সংগঠনের তালিকা তৈরি করবে, যাতে দান করা অর্থ সংশ্লিষ্টদের কাছেই পৌঁছয়। যদিও, এই নিয়ে মুখ খোলেননি তিনি।
শহিদ সেনা জওয়ান, কৃষক পরিবারের কল্যাণে ২ কোটি টাকা দান করবেন অমিতাভ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jun 2018 07:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -