নয়াদিল্লি: স্বচ্ছ ভারত অভিযানের মুখ হতে চলেছেন অমিতাভ বচ্চন? শোনা যাচ্ছে, অমিতাভকে চিঠি দিয়ে এ ব্যাপারে তাঁর সহায়তা চেয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রক। ২০ জুনের সেই চিঠিতে স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে তাঁকে ব্যক্তিগত ভাবে এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে। এখন অমিতাভ কী সিদ্ধান্ত নেন, সেই অপেক্ষায় রয়েছে সরকার।


 

বিগ বি-কে চিঠিটি লিখেছেন স্বচ্ছ ভারত অভিযানের ডিরেক্টর প্রবীণ প্রকাশ। তাতে তিনি বলিউডের এই শীর্ষ ব্যক্তিত্বকে আবেদন করেছেন যাতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শুরু হওয়া স্বচ্ছ ভারত অভিযানের একটি বিশেষ অংশকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতা করেন। জনৈক সরকারি অফিসার জানিয়েছেন, জীবাণুযুক্ত বর্জ্য থেকে সার বানিয়ে বিক্রির পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য পদার্থকে শুধু জমি ভরাট করার কাজে ব্যবহার করা কমিয়ে যাতে তা থেকে সার বানিয়ে কাজে লাগানো যায়, তাতে উত্সাহ দিতে জোরদার অভিযান চালানো হবে। এজন্য অমিতাভ প্রচারে নামুন, মদত দিন, চায় সরকার।

 

চিঠিতে বলা হয়েছে, স্বচ্ছ ভারত মিশনের একটা বড় দিক হল, সব শহর এলাকায় বর্জ্য পদার্থের ১০০ শতাংশ বৈজ্ঞানিক ব্যবহার। সরকার জীবাণুমিশ্রিত বর্জ্যকে প্রসেসিং করে সার তৈরি করতে খুব আগ্রহী। এ ব্যাপারে সফল হতে গেলে জোর প্রচার চাই। কৃষকদের মধ্যে, নার্সারি, জন উদ্যানগুলিতে ব্যাপক প্রচার চালাতে হবে। আমরা রেডিও, টিভিতে বিজ্ঞাপন দিয়ে, পোস্টার ছেপে প্রচারে নামছি। আপনি এই প্রচারের মুখ হলে, কণ্ঠ দিয়ে, আপনার ছবি ব্যবহার করতে দিয়ে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব।