মুম্বই: বিহারের ২ হাজারের ওপর কৃষকের বকেয়া ঋণ মিটিয়ে দিতে সাহায্য করেছেন বলে জানালেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এ কথা জানিয়েছেন বিগ বি। ৭৬ বছরের সুপারস্টার বলেছেন, তিনি কয়েকজন কৃষকের সঙ্গে নিজের বাড়িতে দেখা করেন, ছেলে অভিষেক, মেয়ে শ্বেতার হাতে চাষিদের বকেয়া লোন বাবদ অর্থ তুলে দেন। ব্লগে অমিতাভ লিখেছেন, আগের দেওয়া একটা প্রতিশ্রুতি পূরণ হল। বিহারের যে চাষিদের ধার শোধ বাকি ছিল, তাদের ২১০০ জনকে বেছে নিই, ব্যাঙ্কে ওটিএস সহ ঋণের অর্থ মিটিয়ে দিই। ওদের কয়েকজনকে জনকে ডেকে পাঠিয়ে নিজে শ্বেতা ও অভিষেকের হাত দিয়ে টাকা তুলে দিয়েছি।
এবার পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় নিহত শহিদদের পরিবারগুলিকে দেওয়া প্রতিশ্রুতি পালনের পালা বলেও জানিয়েছেন ‘বদলা’ তারকা। লিখেছেন, এখন আরেকটা প্রতিশ্রুতি পূরণের সময়। পুলওয়ামায় যাঁরা জীবন বিসর্জন দিলেন, তাঁদের পরিবারকে কিছু আর্থিক সাহায্য করব।
প্রসঙ্গত, অতীতে উত্তরপ্রদেশের ১৩৯৮ ও মহারাষ্ট্রের ৩৫০ চাষির বকেয়া ঋণও মিটিয়েছিলেন অমিতাভ।