নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ চন্দ্র ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একটি রকেট থেকেই ১০৪টি রেকর্ডসংখ্যক উপগ্রহ পাঠিয়ে ইসরোর সাফল্যের মুকুটে  নতুন  পালক  যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত গোটা দেশ।

ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থেকে ছোঁড়া হয়েছে এতগুলি স্যাটেলাইট। এর আগে এই উতক্ষেপণ যানকে ব্যবহার করা হয়েছে মার্স অর্বিটার মিশনে। অতীতে একসঙ্গে ৩৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে কীর্তি স্থাপন করেছিল রুশ স্পেস এজেন্সি। এবার তাদের ছাপিয়ে যাওয়ায় ইসরো ভাসছে অভিনন্দনের প্লাবনে।

 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সনিয়া গাঁধীর পাশাপাশি ইসরোর সাফল্যকে সেলিব্রেট করছেন বলিউডি তারকারাও। বিগ বি অমিতাভ বচ্চন সহ ফিল্মি দুনিয়ার তারকারাও ট্যুইটারে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের। বচ্চন পুত্র অভিষেকের সঙ্গে নিজের নাচের একটি ছবি  সহ লিখেছেন, একটি পিএসএলভি থেকে ১০৩টি উপগ্রহ ছাড়ায় অভিনন্দন ইসরোকে। এ এক বিশ্বরেকর্ড। আশা করছি একদিন আমরা চাঁদে পা  রাখব।

অন্যরাও কে কী বলেছেন, দেখুন।