আমদাবাদ: গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধিকে ফোন করে ২৫ কোটি টাকা দাবি করল গ্যাংস্টার রবি পূজারী। এ ব্যাপারে স্থানীয় আনন্দ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন সোধি। আমদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে।


এই গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনই দেশবিখ্যাত আমুল ব্র্যান্ডের মালিক। তার কর্তার কাছে তোলার দাবিতে এমন ফোনে স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে পুলিশ। সোধি জানিয়েছেন, ২১ এপ্রিল আনন্দে ফেডারেশনের হেডকোয়ার্টারে একটি বৈঠক চলাকালীন তাঁর মোবাইলে ফোন আসে। ওপাশ থেকে বলা হয়, সে ফোন করছে অস্ট্রেলিয়া থেকে, নাম রবি পূজারী। একটি নম্বর দিয়ে বলা হয়, ফেডারেশনের চেয়ারম্যান জেঠা প্যাটেলকে ওই নম্বরে ফোন করতে, আর তৈরি রাখতে ২৫ কোটি টাকা। সোধি প্রথমে ভেবেছিলেন, কেউ ব্যাবসা সম্বন্ধিত কথাবার্তা বলছে কিন্তু আর একজন আমুল কর্তা মোবাইল অ্যাপে নম্বরটি সন্ধান করে দেখেন, সেটি গ্যাংস্টার রবি পূজারীর নম্বর, তার ছবিও রয়েছে। এরপরেও কয়েকবার ফোন করে পূজারী সোধিকে হুমকি দেয়, দাবিমতো টাকা না দিলে ফেডারেশন চেয়ারম্যানকে তার দল আনন্দের রাস্তায় গুলি করে মারবে। সোধি তাকে বোঝানোর চেষ্টা করেন, গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন কোনও কর্পোরেট সংস্থা নয়, এটি ৩৬লাখ গরিব চাষীকে নিয়ে তৈরি একটি সমবায় সমিতি। সমিতির পক্ষে এত টাকা বার করা কঠিন। কিন্তু পূজারী স্পষ্ট জানিয়ে দেয়, টাকা ছাড়া আর কোনও কিছুতে আগ্রহ নেই তার। এরপরেই সোধি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে তাঁকে ফোন করা হয়, যাতে আসল নম্বর না জানা যায়। অস্ট্রেলিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের প্রক্সি সার্ভার ব্যবহার করে ওই ফোনগুলি করা হয় বলেও জানা গেছে।