নয়াদিল্লি: কাশ্মীরের অনন্তনাগে নিরীহ অমরনাথ তীর্থযাত্রীদের ওপর নৃশংস সন্ত্রাসবাদী হামলায়  সারা দেশ শিউরে উঠেছে। ঘটনার তদন্তে জানা গেছে যে, এই রক্তপাতের নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন  লস্কর-ই-তৈবা।  নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে সংগঠনের কম্যান্ডার বশির লস্করির মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালিয়েছে লস্কর। আর হামলার মূল চক্রী লস্কর-ই-তৈবার জঙ্গি পাক নাগরিক আবু ইসমাইল।


কে এই আবু ইসমাইল?

লস্করের এই কুখ্যাত জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা।

মধ্য তিরিশের এই ইসমাইল গত সাত বছর ধরে লস্করের সঙ্গে জড়িত। ২০০ জঙ্গির একটি লস্কর শিবিরের সঙ্গে যুক্ত সে। ওই জঙ্গিদের ভারতে আক্রমণ চালানোর জন্যই ট্রেনিং দেওয়া হয় শিবিরে।

গোয়েন্দা সূ্ত্রে খবর, উপত্যকায় হামলা চালানোর জন্য লস্করের জঙ্গিদের সক্রিয় করে তোলার কাজ করেছে ইসমাইল। কতজন হামলাকারী রয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।পুলিশ জানিয়েছে, এই সংখ্যাটা ৫ থেকে ৬ জন।

গোয়েন্দা সূত্রে খবর, ইসমাইল হামলা চালানোর কাজে হিজবুল মুজাহিদিনের স্থানীয় জঙ্গিদের ব্যবহার করছে। কারণ, স্থানীয় হিজবুল জঙ্গিরা এলাকা বেশ ভালো রকম চেনে। এছাড়াও হামলার কাজে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও মিলতে পারে।

তদন্তে দেখা গিয়েছে, জঙ্গিরা কয়েকজন তীর্থযাত্রীকে পণবন্দী করতে চেয়েছিল। প্রায় তিনদিন এই পথে তারা রেইকি চালিয়েছিল। গত সোমবার হামলা চালানোর চূড়ান্ত সঙ্গেত পায় জঙ্গিরা।

উল্লেখ্য, গত সোমবারই পুলিশ লস্করের একটি বড়সড় মডিউল ফাঁস করেছিল। তার সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে।