নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর প্রশংসা করায় তাঁকে সন্ত্রাসবাদীরা নিশানা করতে পারে, এহেন আশঙ্কায় কাশ্মীরের অনন্তনাগের এক মহিলার সরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হল। আরজুমানা নামে ওই মহিলা গত ২৮ মে নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন।


প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস স্কিমের সুবিধাভোগী আরজুমানা তাঁর কাছে ওই প্রকল্পের ব্যাপারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। আরজুমানা জানান, রমজানের সময় তিনি প্রার্থনা করেছেন, পরের লোকসভা নির্বাচনে জিতে মোদীই যেন ফের প্রধানমন্ত্রী পদে বসেন, কারণ ওনার জন্যই তিনি গ্যাসের সংযোগ পেয়েছেন। কিন্তু এজন্য সন্ত্রাসবাদীরা তাঁকে টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।



সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রি পরিষদের সব মন্ত্রীর সঙ্গে এক রুটিন বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে সরাসরি কী ধরনের অভিজ্ঞতার কথা শুনেছেন, তা বিস্তারিত জানান। সেখানেই তিনি আরজুমানার উল্লেখ করেন। কাশ্মীরের ওই মহিলা তাঁর প্রশংসা করায় সন্ত্রাসবাদীদের রোষে পড়তে পারেন বলেও আশঙ্কা জানান মোদী। সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারি শীর্ষ আমলা রাজীব গাউবাকে আরজুমানার নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দেন।