অনন্তপুর: নেট দুনিয়ায় আচমকা জনপ্রিয়তা পেয়েছেন অন্ধ্রের সার্কেল ইন্সপেক্টর বি শুভ কুমার। মোটর বাইকের ফুয়েল ট্যাঙ্কে ২ ছেলেকে বসিয়ে নিয়ে চলা এক ব্যক্তিকে হাতজোড় করে আইন মানতে অনুরোধ করেছেন তিনি। তাঁর ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

অন্ধ্রের অনন্তপুর জেলায় তোলা হয়েছে এই ছবি। পোস্ট করেছেন কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার অভিষেক গোয়েল। তাঁর টুইট ৩০০০ বার রিটুইট হয়েছে, ৫০০০-এর বেশি লাইক পড়েছে।

সার্কল ইন্সপেক্টর বি শুভ কুমার পথ সচেতনতার ওপর দেড় ঘণ্টার একটি অনুষ্ঠান শেষে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সে সময় তিনি বাইকে করে আসতে দেখেন এক ব্যক্তিকে। বাইকে ছিলেন আরও ৪ জন। ভদ্রলোকের ২ ছেলে বসেছিল ফুয়েল ট্যাঙ্কের ওপর, স্ত্রী ও এক আত্মীয় পিছনে। কারও মাথায় হেলমেট ছিল না।



পরিস্থিতি দেখে স্তম্ভিত শুভ কুমার হতাশা ও অসহায়তায় হাতজোড় করে দাঁড়িয়ে পড়েন। তিনি জানিয়েছেন, যে কোনও মুহূর্তে ওই বাইক আরোহীদের বিপদ হতে পারে বুঝে তাঁর মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। যেখানে তিনি চাকরি করেন, সেই এলাকা একেবারে গণ্ডগ্রাম, পথ সচেতনতা অত্যন্ত কম বাসিন্দাদের মধ্যে। হেলমেট না পরলে, ফুয়েল ট্যাঙ্কে বসলে কী হতে পারে তাঁরা জানেন না। তাই গত ৪ মাস ধরে ওই এলাকায় সচেতনতা বাড়াতে নানা অনুষ্ঠান করছে পুলিশ, যাঁদের পরিবারের কেউ দুর্ঘটনায় পড়েছেন, তাঁদের সাক্ষাৎকার দেখানো হচ্ছে।

তবে জানা গিয়েছে, কে হনুমন্থারায়িডু নামে যে ব্যক্তি বাইক চালাচ্ছিলেন, তাঁকে এর আগেও একই কারণে বহুবার সতর্ক করা হয়েছে কিন্তু তাঁর হেলদোল নেই। বাইক চালালেও নিরাপত্তার ধারকাছ মাড়ান না তিনি।