হায়দরাবাদ: দুই মন্ত্রী গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়ে দিল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। আজ টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিধানসভায় বলেছেন, ‘যে দলই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করুক না কেন, প্রয়োজন হলে আমরা সেই প্রস্তাব সমর্থন করব।’


অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাসের দাবি পূরণ না হওয়াতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছে টিডিপি। চন্দ্রবাবুর নির্দেশে পদত্যাগ করেছেন অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরী। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে মোদী সরকারে গুরুত্ব না পাওয়ার অভিযোগ করেছেন চন্দ্রবাবু। তিনি বলেছেন, ‘প্রথম এনডিএ সরকারে ছিল টিডিপি। আমরা ক্ষমতা চাইনি। বাজপেয়ীজি টিডিপি-র ৬ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেন। কিন্তু আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি। বাজেপেয়ীজির আমলে তিনি আমাদের পরামর্শ নিতেন। আমাদের সঙ্গে আলোচনার ফলেই সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করার কথা ভাবে সরকার।’

আগামীকাল লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে চলেছে ওয়াই এস আর কংগ্রেস। আজ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেন ওয়াই এস আর কংগ্রেসের সাংসদ ওয়াই ভি সুব্বা রেড্ডি। তিনি বিভিন্ন দলের নেতাদের লেখা চিঠিতে বলেছেন, ‘এই অনাস্থা প্রস্তাবের পরেও কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস দিতে রাজি নয়। আমাদের দলের সাংসদরা ৬ এপ্রিল পদত্যাগ করবেন।’