অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনব বিক্ষোভ, সীতাপুরে যোগীর ছবির সঙ্গে অদ্ভূত ‘বিয়ে’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Dec 2017 11:12 AM (IST)
সীতাপুর: উত্তরপ্রদেশের সীতাপুরে অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনব বিক্ষোভ। গতকাল সমস্ত আচার অনুষ্ঠান মেনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিকে প্রতীকীভাবে বিয়ে করলেন ওই মহিলা। ওই মহিলার নাম নীতু সিংহ বলে জানা গেছে। সীতাপুরের জেলা শাসকের দফতরের পাশে বিকাশ ভবনের সামনে রীতিমতো গানবাজনা বাজিয়ে যোগীর ছবির সঙ্গে বিয়ে করলেন ওই মহিলা। যোগীর ছবিতে বরমাল্য পরালেন তিনি। এরপর উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টি বিলিও করা হয়। বিয়ের অনুষ্ঠানে সংবাদমাধ্যম সহ অনেক লোকজনকে আমন্ত্রণও জানানো হয়েছিল। উপস্থিত ছিলেন প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবিদাওয়া পৌঁছে দেওয়াই ওই বিয়ের অনুষ্ঠানের লক্ষ্য ছিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের মহিলা নেতৃবৃন্দ বলেছেন, তাঁদের দাবিদাওয়ার প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই এই প্রতীকী বিয়ের আয়োজন করা হয়।