হায়দরাবাদ: ছেলের স্মার্টফোনে আসক্তি নিয়ে ক্ষোভে তার হাত কেটে ফেলল বাবা। এমনই বেদনাদায়ক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। এই ঘটনায় অভিযুক্ত পেশায় মাংস ব্যবসায়ী ৪৫ বছরের কোয়ামুম কুরেশিকে আজ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে কিশোর ছেলের ডান হাতের কব্জি থেকে কুরেশি কেটে দেয় বলে জানিয়েছেন পাহাড়িশরিফ থানার ইন্সপেক্টর পি লক্ষ্মীকান্ত রেড্ডি।
রেড্ডি জানিয়েছেন, কুরেশির ছেলে স্থানীয় এক কেবল অপারেটরের কাছে কাজ করে। সম্প্রতি সে একটি স্মার্টফোন কিনেছিল। স্মার্টফোনে সিনেমা দেখাটা ছিল তার খুবই পছন্দের। কিন্তু তা একেবারেই পছন্দ করত না তার বাবা কুরেশি। ছেলের স্মার্টফোনে এই আসক্তি নিয়ে ছেলেকে সতর্কও করে দিয়েছিল কুরেশি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
দুদিন আগে বাবা ও ছেলের মধ্যে এ নিয়ে বচসা বেঁধে যায়। ঝগড়ার সময় বাবাকে কামড়ে দেয় ছেলে। রাগের চোটে গতকাল রাতে ছেলে যখন ঘুমিয়ে ছিল তখন কুরেশি তার হাত কেটে দেয়।
জখম কিশোর হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে। তার মা এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।