মুম্বই: ‘আজান’ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার ট্যুইটার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলেন সোনু নিগম। ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন সোনু। এই বিখ্যাত গায়ক আজ সকাল ১০.১৩ মিনিটে ট্যুইট করে এই ঘোষণা করেছেন। একইসঙ্গে অপর এক গায়ক অভিজিৎ ভট্টাচার্যর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ায় ট্যুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছেন সোনু।
গত মাসে সোনু ট্যুইট করে বলেছিলেন, রোজ ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। তাই লাউডস্পিকারে আজান বন্ধ করে দেওয়া উচিত। সোনুর এই ট্যুইট ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। অভিজিতেরও একাধিক ট্যুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সহ-শিল্পীর পাশে দাঁড়িয়ে সোনু বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা সম্ভব। কিন্তু কেউ জেগে থাকা অবস্থায় ঘুমের ভান করলে তাকে জাগানো যায় না। সংবাদমাধ্যম দ্বিধাবিভক্ত। একদিকে জাতীয়তাবাদীরা, অন্যদিকে ঠান্ডা রক্তের ছদ্ম ব্যক্তিরা। তারা বিশ্বাসঘাতকতার ইতিহাস থেকে শিক্ষা নিতে নারাজ। অনেকেই আমার সামঞ্জস্যপূর্ণ মতামতকে সমর্থন করেছেন। আবার অনেকেই অযৌক্তিক, হিংস্র আক্রমণ করেছেন।’
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহলা রশিদকে আক্রমণ করে অভিজিৎ যে ট্যুইট করেছেন, তাতেও আপত্তির কিছু দেখছেন না সোনু। তাঁর দাবি, অভিজিতের শব্দ প্রয়োগ নিয়ে আপত্তি থাকতে পারে। কিন্তু শেহলা বিজেপি-র বিরুদ্ধে যে মধুচক্র চালানোর অভিযোগ এনেছেন, সেটা কি তাদের সমর্থকদের প্ররোচিত করার পক্ষে যথেষ্ট নয়? তাই অভিজিতের অ্যাকাউন্ট ডিলিট করা হলে শেহলার অ্যাকাউন্ট কেন ডিলিট করা হবে না? অরুন্ধতী রায়কে আক্রমণ করে সম্প্রতি বিজেপি সাংসদ পরেশ রাওয়াল যে ট্যুইট করেছেন, সেটাকেও সমর্থন করেছেন সোনু।
অভিজিৎকে সমর্থন, ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করলেন সোনু
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2017 02:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -