নয়াদিল্লি: অশান্ত কাশ্মীরে গিয়ে সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুকের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করায় কংগ্রেস নেতা মনিশংকর আয়ারের তীব্র সমালোচনা করলেন অনুপম খের।
একটি সংবাদ চ্যানেলের বিতর্ক সভায় বলিউড অভিনেতা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, মানুষ খুনে দায়ী যারা তাদের সঙ্গে আলোচনা কেন। রাজনৈতিক দলের নেতারা কিছু হুরিয়ত নেতার সঙ্গে দেখা করে কাশ্মীরী পন্ডিতদের অপমান করছেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও আয়ার হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠকের সমর্থনে সওয়াল করেন, সব স্তরের লোকজনের কাছেই যাওয়া যায়, যুক্তিসঙ্গত আলোচনাও করা যেতে পারে।
বরাবরই কাশ্মীরী পন্ডিতদের দাবিদাওয়া নিয়ে সরব খের অভিযোগ করেন, আয়ার কখনও কাশ্মীরী পন্ডিতদের পক্ষ সমর্থন করেননি, উদ্বাস্তু পন্ডিতদের কোনও ক্যাম্পেও যাননি। বিট্টা কারাটে ২০-র বেশি কাশ্মীরী পন্ডিত হত্যার দায় স্বীকার করেছে। তবুও তার নিন্দা করে না আয়ার, না তাঁর দল কংগ্রেস একটিও কথা বলেছে! আশা করেছিলাম, অপরাধ কবুল করার পর কিছু ব্যবস্থা নেওয়া হবে কারাটের বিরুদ্ধে।
কাশ্মীরে সব পক্ষের সঙ্গে তাঁর মুখোমুখি আলোচনায় দুজন কাশ্মীরী পন্ডিতও ছিলেন বলে দাবি করেন আয়ার। তবে অনুপমের দাবি, সেখানে কাশ্মীরী পন্ডিতদের মতামত যথাযথ তুলে ধরা হয়নি।
টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ক্যামেরার সামনে কাশ্মীরে অশান্তি পাকাতে পাকিস্তান থেকে পাঠানো টাকা নেওয়ার কথা স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিট্টা কারাটে। সেই প্রসঙ্গ তুলে অনুপম আরও বলেন, পাথর ছোঁড়া, কাশ্মীরী পন্ডিত নিধন, যাবতীয় সমস্যার পিছনে আছে হুরিয়তই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক, আয়ারকে একহাত নিলেন অনুপম
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2017 06:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -