ফৈজাবাদ ও অমেঠি (উত্তরপ্রদেশ): টিকিট বন্টন ঘিরে উত্তরপ্রদেশে বিজেপিতে অসন্তোষ বাড়ছে। গতকাল অমেঠিতে গৌরীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাছাইয়ে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কুশপুতুল পোড়ান স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, স্মৃতির জন্যই গৌরীগঞ্জে টিকিট পেয়েছেন উমাশংকর পান্ডে। গত ২৩ জানুয়ারিও স্মৃতির কুশপুতুল পোড়ান মুসাফিরখানার বিজেপি কর্মীরা। ২০১৪-র লোকসভা ভোটে স্মৃতি অমেঠিতে রাহুল গাঁধীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন স্মৃতি। উমাশংকর ছিলেন তাঁর পোলিং এজেন্ট।
স্মৃতির কুশপুতুল পোড়ানোর পাল্টা গৌরীশংকর বলেছেন, টিকিট বন্টন হয়েছে বিজেপি হাইকমান্ডের সিদ্ধান্ত ক্রমে। সুতরাং যাঁরা আপত্তি তুলছেন, তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজকর্মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
আজ ফৈজাবাদে বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকরা। অযোধ্যা বিধানসভা কেন্দ্রে বহুজন সমাজ পার্টি (বসপা) থেকে আসা বেদ গুপ্তাকে কেন টিকিট দেওয়া হল, এই প্রশ্ন তুলে তাঁরা স্থানীয় এমপি লাল্লু সিংহ ও দলীয় ইউনিট প্রধান অবধেশ পান্ডেকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। ‘বহিরাগত’ গুপ্তাকে প্রার্থী করা চলবে না বলে দাবি করে দু ঘন্টা দুজনকে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত দলীয় কর্মীদের দাবি দলের রাজ্য নেতৃত্বের সামনে তোলার আশ্বাস দিয়ে ছাড়া পান তাঁরা। গুপ্তা আটের দশকে কংগ্রেসে ছিলেন। পরে যোগ দেন বিজেপিতে। অযোধ্যার বিতর্কিত কাঠামো ভাঙার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০২ সালে শিবির বদলে যোগ দেন সমাজবাদী পার্টিতে। সেখান থেকে ২০১২ সালে বসপা-য় নাম লেখান। গত বছর আবার ফেরেন বিজেপিতে।
উত্তরপ্রদেশে টিকিট বন্টনে অসন্তোষ: স্মৃতির কুশপুতুল পুড়ল, অযোধ্যায় দলীয় এমপিকে বেঁধে রেখে বিক্ষোভ বিজেপি কর্মীদের
web desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 09:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -