নয়াদিল্লি:  নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে অর্থক্রান্তি নামের এক সংস্থার সদস্যদের ভাবনা এবং পরামর্শ। তবে মূল ভাবনা যাঁর সেই অনিল বোকিলই এখন মোদীর ওপর মারাত্মক চটেছেন, কারণ যেভাবে নোট বাতিল করা হল, সেই পদ্ধতি এবং পদক্ষেপ সমর্থন করেননি তিনি। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁর পরামর্শ আংশিক নিয়েছেন, এবং এবিষয় কথা বলার জন্যে আজ তাঁর মোদীর সঙ্গে দেখা করারও কথা আছে। তবে এই বৈঠকের বিষয় এখনও নিশ্চিত করা হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে।


অনিল বোকিল জানিয়েছেন, তিনি এবছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে কালো টাকা, দুর্নীতি রোধে সরকার কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে, এবং কীভাবে সেটা বাস্তবায়ন করা যায় সেবিষয় বিস্তারিত একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন। কিন্তু অনিল বোকিলের দাবি, সেখান থেকে মাত্র দুটো বিষয়কেই প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়েছেন মোদী সরকার।

কালো টাকা রোধে তিনি যে পথ নির্দেশিকা তৈরি করে দিয়ে ছিলেন, তারমধ্যে রয়েছে রাজ্য এবং কেন্দ্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর মুছে দেওয়ার সিদ্ধান্ত, ব্যাঙ্কে লেনদেন-এর জন্যে নয়া কর চালু করার কথা, টাকা তোলার সময় কোনও কর না নেওয়া, ব্যাঙ্কে টাকা লেনদেন-এর উর্ধ্বসীমা বেঁধে দেওয়া এবং বাজার চলতি বড় টাকার নোট বাতিল করে দেওয়া। কিন্তু কেন্দ্র নির্দেশিকার আংশিক নিয়ে আমজনতার ওপর যেভাবে সেই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, তারফলে পরিস্থিতি এখন এমন হয়েছে এই প্রক্রিয়া থামিয়ে দেওয়াও যাচ্ছে না। আবার এই পদক্ষেপে আমজনতা খুশিও নয়, কারণ তাদের হয়রানিই চূড়ান্ত হচ্ছে।

অনিল বোকিলের দাবি, গত ১৬ বছর ধরে তাঁর প্রতিষ্ঠানের ১৬ সদস্যের দল এরওপর কাজ করছেন। তাঁদের সংস্থার একটাই লক্ষ্য ছিল, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে, যেন আমজনতার হয়রানি না হয়।