মুম্বই: একটি প্রচারমূলক অনুষ্ঠান উপলক্ষে লোকাল ট্রেনের দরজার বাইরে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়ে স্টান্ট দেখানোর জন্য অভিনেতা অনিল কপূরের নামে নোটিস পাঠানো হল। রেলের সুরক্ষা বিধি লঙ্ঘন এবং এই বিপজ্জনক স্টান্ট দেখানোর কারণ জানতে চেয়েই নোটিস পাঠিয়েছে পশ্চিম রেল।


 

বৃহস্পতিবার ছোটপর্দার একটি অনুষ্ঠানের প্রচারের জন্য মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়েন অনিল। একটি সংবাদপত্রে তাঁর সেই যাত্রার ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের বাইরে ঝুঁকে পড়ে হাত নাড়ছেন এই অভিনেতা। এই ছবি দেখার পরেই সংশ্লিষ্ট প্রযোজক সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের জনসংযোগ বিভাগের এক আধিকারিক। অনিল কেন রেলের সুরক্ষা বিধি ভঙ্গ করেছেন, সেটাই জানতে চাওয়া হয়েছে।

 

তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে, গত এক দশকে মুম্বইয়ের লোকাল ট্রেন থেকে ২৫ হাজার ৭২২ জন যাত্রী পড়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৮৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর রেলমন্ত্রী সুরেশ প্রভু এত দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন মধ্য ও পশ্চিম রেলকে। এরপর থেকেই যাত্রীদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।

 

পশ্চিম রেলের মুখ্য নিরাপত্তা কমিশনার তথা রেল পুলিশের ইন্সপেক্টর জেনারেল উদয় শুক্ল বলেছেন, অনিল কপূরের ট্রেনের বাইরে ঝুঁকে পড়ে ছবি তোলায় তাঁদের আপত্তি নেই। এই স্টান্টের ক্ষেত্রে নিরাপত্তায় গাফিলতির জন্যই নোটিস পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে যাত্রার সময় ঝুঁকি না নেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। অনিল কপূরকে সেই প্রচারের মুখ হওয়ার অনুরোধ করা হবে।