নয়াদিল্লি: বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন সময় সংবাদের শিরোণামে এসেছেন হরিয়ানার বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আরও একবার আটটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। এবার তাঁর নিশানায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। অনিল ভিজ নিপা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন রাহুল গাঁধীর।
বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার যে কৌশল কংগ্রেস সভাপতি নিয়েছেন, তাকে কটাক্ষ করতে গিয়ে ওই মন্তব্য করেছেন অনিল ভিজ। তিনি বলেছেন, 'রাহুল গাঁধী নিপা ভাইরাসের মতো। যে দলের সঙ্গেই তিনি সম্পর্কে জড়াবেন, সেই দলকেই খতম করে দেবেন। ওই দলগুলি এক মঞ্চে আসার চেষ্টা করছে। কিন্তু সেই দলগুলিই আর টিকে থাকবে না'।



কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকার গঠনের পর বেশ কয়েকটি বিজেপি-বিরোধী দল এইচডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিল। ওই অনুষ্ঠানে বিরোধীদলগুলিকে একসূত্রে বাঁধার সলতে পাকানোর পর্ব বলে রাজনৈতিক মহল মত প্রকাশ করেছে। রাহুল ও সনিয়া গাঁধীও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।
উল্লেখ্য, অনিল ভিজের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগে গুজরাতের ভোটের সময় তিনি ট্যুইট করেছিলেন যে, ১০০ কুকুর মিলেও একটা বাঘের মোকাবিলা করতে পারবে না। গুজরাতের ভোটে বিজেপিই জিতবে।
সম্প্রতি খোলা জায়গায় নমাজ সংক্রান্ত বিতর্ক নিয়েও মুখ খুলেছিলেন অনিল ভিজ। তিনি বলেছিলেন, কোনও জায়গা দখলের লক্ষ্যে নমাজ পড়া একেবারেই ঠিক নয়।
উল্লেখ্য, নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে কেরলের কয়েকটি জেলায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই রোগের চিকিত্সায় এখনও পর্যন্ত কোনও হালহদিশ পাননি চিকিত্সকরা। সতর্কতাই এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে বড় উপায়।