নয়াদিল্লি: কেন্দ্রে লোকপাল এবং সব রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ এবং কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে অনির্দিষ্টকালের অনশন আজ প্রত্যাহার করে নিলেন অণ্ণা হজারে। আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এবং কৃষিমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের সঙ্গে সাক্ষাতের পরেই অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন অণ্ণা। ৬ দিনের অনশনের ফলে তাঁর ওজন পাঁচ কেজি কমে গিয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সহযোগী দত্তা আওয়ারি। তিনি আরও জানিয়েছেন, অণ্ণার রক্তচাপও কমে গিয়েছে।


জানিয়েছেন, ‘লোকপালের বিষয়টি এখনও ঝুলে রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৬ মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করা হবে। সরকার ও জনগণ আলাদা নয়। মানুষের কল্যাণের জন্য কাজ করা সরকারের কর্তব্য।’

এ মাসের ২৩ তারিখ থেকে দিল্লির রামলীলা ময়দানে অনশন শুরু করেন অণ্ণা। সোমবার কেন্দ্রীয় সরকার তাঁর কাছে দূত পাঠিয়ে জানায়, দাবিগুলি বিবেচনা করা হবে। আজ ফঢ়ণবীশ ও শেখাওয়াতও একই আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই কারণেই অনশন প্রত্যাহার করলেন অণ্ণা।