আহমেদনগর: লোকপাল নিয়োগের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি বিশিষ্ট সমাজকর্মী অণ্ণা হজারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে অণ্না বলেছেন, লোকপাল ও লোকায়ুক্ত নিয়োগ এবং সেই সঙ্গে স্বামীনাথন কমিশনের রিপোর্ট রূপায়ণে দাবিতে আন্দোলন শুরু করবেন তিনি।
অণ্না বলেছেন, এনডিএ সরকার ক্ষমতায় আসার পর লোকপাল ও লোকায়ুক্ত নিয়োগের দাবিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি চিঠি লিখেছেন। কিন্তু একটি চিঠিরও জবাব আসেনি। চিঠিকে অণ্না লিখেছেন, ‘অনেক আশা নিয়ে ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় এনেছিল মানুষ। কিন্তু কোনও কাজ করাতে গেলে সাধারণ মানুষকে এখনও ঘুষ দিতে হয়’।
অণ্না লিখেছেন, ‘লোকপাল ও লোকায়ুক্ত আইনের প্রয়োগ দুর্নীতি ৫০ থেকে ৬০ শতাংশ কমিয়ে আনতে পারে। এরপরও আপনি এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছেন না..এমনকি এ বিষয়ে কোনও কথাও বলছেন না। তাহলে দেশ কীভাবে দুর্নীতিমুক্ত হবে?’
এর পাশাপাশি কৃষকদের আত্মহত্যার প্রসঙ্গও তুলেও সরকারকে বিঁধে অণ্না বলেছেন, ফসলের ন্যুনতম সহায়ক মূল্য নিয়ে তিনি সরকারের কাছে বেশ কয়েকবারই আর্জি জানিয়েছেন। কিন্তু সরকার তাঁর বক্তব্যের কোনও জবাবই দেয়নি। দেশে কৃষকদের প্রতি সরকারের কোনও নজর নেই বলেও অভিযোগ করেছেন অণ্না।
এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানিয়েছেন অণ্না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি।
লোকপাল নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি, ফের আন্দোলনের হুঁশিয়ারি অণ্না হজারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 09:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -