তিরুপতি: তিরুমালার মন্দিরে দু কেজি ওজনের সোনার তৈরি বর্ম দান করলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
এর সঙ্গে দান করলেন সাত কেজি ওজনের রুপোর তৈরি পদ্ম-পীতম (বেদী) এবং দু কিলো ওজনের রুপোর মুকুট।
পাশাপাশি, উৎসববারুলু মন্দিরে আরও একটি ২ কেজি ওজনের রুপোর পা-দানি উপহার দেন ওই ব্যক্তি।
মন্দিরের রীতি অনুযায়ী, স্বর্ণ-বর্মটি শ্রী ভূবরহাস্বামীকে উৎসর্গ করা হয়েছে। পদ্ম-পীতমটি উৎসর্গ করা হয়েছে মূল মন্দিরের স্নাপনা তিরুমঞ্জনমের বিগ্রহকে।
মন্দির সূত্রে খবর, ব্রাহ্মোৎসবমের সময় স্নাপনা তিরুমঞ্জনমকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। মোট ৯ দিন ধরে চলে ব্রাহ্মোৎসবম। এরমধ্যে টানা ৩ দিন ধরে চলে স্নাপনা তিরুমঞ্জনমের পুজো।
জানা গিয়েছে, দাতা অনুরোধ করেছেন, পদ্ম-পীতমকে স্নাপনা তিরুমঞ্জনমের সময় ব্যবহার করতে।
মন্দির সূত্রে খবর, মোট দান করা সামগ্রীর মূল্য ১ কোটি টাকার বেশিই হবে। বরহা-জয়ন্তীর সময় এমন দান পাওয়া সৌভাগ্যের বলে জানান কর্তৃপক্ষের এক সদস্য।
জানা গিয়েছে, এই দানের পরিবর্তে ওই ব্যক্তি কোনও রসিদ নেননি।
তিরুমালায় ২ কেজির সোনার বর্ম দান ভক্তের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2016 09:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -