হরিদ্বার: গ্রামে ৮০০ লোকের গ্রামে বাচ্চা থেকে বুড়ো, সবারই জন্ম তারিখ পয়লা জানুয়ারি! উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে গেন্দিখাতা গ্রামের সকলের আধার কার্ডে অন্তত তেমনটাই উল্লেখ রয়েছে। কিন্তু, কী করে ঘটল এমনটা? গ্রামবাসীদের দাবি, গোটাটাই ঘটেছে আধার কার্ড প্রস্তুতকারী সংস্থার ভুলে। তাঁদের আশঙ্কা, সবার জন্মতারিখ এক হওয়ায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন তাঁরা। আধার নথিভুক্তির সময় গ্রামবাসীরা তাঁদের ভোটার কার্ড ও রেশন কার্ড জমা দিয়েছিলেন বলে দাবি করেছেন।

হরিদ্বারের মহকুমা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। ঘটনার তদন্ত করা হবে। যাঁদের গাফিলতি রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জয়সলমীর জেলার পাবুপাদিয়া গ্রামেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানকার আড়াইশো গ্রামবাসীর সবারই জন্মদিন ১ জানুয়ারি বলে উল্লেখ রয়েছে আধার কার্ডে।