নয়াদিল্লি: আপ বিধায়ক প্রকাশ জারওয়ালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের হল। গ্রেটার কৈলাস পুলিশ স্টেশনে এক মহিলা ওই বিধায়কের বিরুদ্ধে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন। দেওলি এলাকার বিধায়ক জারওয়াল অবশ্য অস্বীকার করেছেন সব অভিযোগ।
অভিযোগকারিণী সঙ্গম বিহার এলাকার বাসিন্দা। তাঁর দাবি, জলের সমস্যা নিয়ে কথা বলতে জুনের শুরুতে তিনি গ্রেটার কৈলাসে দিল্লি জল বোর্ডের অফিসে যান। জল সমস্যা নিয়ে অভিযোগ শুরু করতেই জারওয়ালের লোকদের নজরে পড়েন তিনি। তাঁকে কটুক্তি করতে থাকে তারা। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসেন জল বোর্ডের সদস্য জারওয়াল। তিনি মহিলাকে গালিগালাজ করতে করতে এমন ধাক্কা দেন যে তিনি পড়ে যাচ্ছিলেন। এরপর তাঁর এফআইআর দায়েরের সিদ্ধান্ত। যদিও জারওয়ালের দাবি, এমন কিছু ঘটেনি। তাঁর পরিচিতরা নাকি তাঁকে জানিয়েছেন, ওই মহিলা বিজেপির সঙ্গে যুক্ত, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর আরও দাবি, ৩ জুন, যেদিন অভিযোগকারিণী জল বোর্ডের অফিসে এসেছিলেন সেদিন বোর্ডের অফিস উদ্বোধন হচ্ছিল, বহু মানুষ সহ সংবাদমাধ্যম ছিল সেখানে। তখন মহিলা জলের ট্যাঙ্কার চেয়ে তাঁকে অনুরোধ করেন, তিনি বলেন, তাঁর পক্ষে যা করা সম্ভব তিনি করবেন। এরপর তিনি অফিস ছেড়ে চলে যান। শ্লীলতাহানির চেষ্টা করলে তা নিশ্চয়ই নজরে পড়ত সংবাদমাধ্যমের।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করছে তারা। জারওয়ালকে গ্রেফতারের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দিনকয়েক আগে আর এক আপ বিধায়ক দীনেশ মোহানিয়াও জল সমস্যা নিয়ে আসা এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।
ফের বিপাকে এএপি, শ্লীলতাহানির অভিযোগে বিধায়কের বিরুদ্ধে এফআইআর
ABP Ananda, web desk
Updated at:
08 Jul 2016 07:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -