প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির আর এক দলিত সাংসদ, অভিযোগ, ৪ বছরে দল কিছু করেনি নিম্নবর্গের জন্য
ABP Ananda, Web Desk | 07 Apr 2018 11:58 AM (IST)
লখনউ: দলিত ইস্যুতে ফের পত্রবোমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বোমাটি পাঠিয়েছেন বিজেপিরই সাংসদ, দলিত নেতা যশবন্ত সিংহ। চিঠিতে তিনি লিখেছেন, গত ৪ বছরের শাসনকালে বিজেপি দেশের ৩০ কোটি দলিতের জন্য কিচ্ছু করেনি। তাঁর ক্ষমতাও কাজে লাগানো হচ্ছে না, স্রেফ আসন সংরক্ষণের কারণে তাঁকে সংসদে আনা হয়েছে। উত্তর প্রদেশের নাগিনা কেন্দ্রর এই সাংসদের আগে প্রধানমন্ত্রীকে একই ইস্যুতে চিঠি লেখেন উত্তর প্রদেশেরই রবার্টসগঞ্জের আদিবাসী সম্প্রদায়ভুক্ত সাংসদ ছোটেলাল খারওয়ার। অভিযোগ করেন, রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার পিছিয়ে পড়া শ্রেণির বিরুদ্ধে বৈষম্য করছে। তাঁর ভাইকে ব্লক প্রমুখের পদ থেকে সরিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা, সঙ্গত করেছে বিএসপি। খনি সংক্রান্ত দুর্নীতি ও জাতপাতের ভিত্তিতে বৈষম্যের কথা বলতে যাওয়ায় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তিরস্কার করেছেন তাঁকে। শেষমেষ প্রাণনাশের হুমকি মেলায় তফশিলি জাতি ও উপজাতি কমিশনে যেতে বাধ্য হয়েছেন তিনি। এটাওয়ার দলিত নেতা অশোক কুমার দোহরেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এ মাসের ২ তারিখ দলিতদের ভারত বনধে বিক্ষোভকারীদের ওপর যে ‘পুলিশি নির্যাতন’ হয়েছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। অভিযোগ করেন, ২ এপ্রিলের পর উত্তর প্রদেশে দলিতরা পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের বিরুদ্ধে অন্যায় মামলা করা হচ্ছে, হচ্ছে মারধর। এমনকী জাতপাত তুলে আপত্তিকর মন্তব্যও করা হচ্ছে তাঁদের বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে সপ্তাহখানেক আগে বিজেপির আর এক দলিত সাংসদ, বাহরাইচের সাবিত্রী বাঈ ফুলে লখনউয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেন, অভিযোগ করেন, দলিতদের সংরক্ষণের সাংবিধানিক ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা চলছে।