তিরুবনন্তপুরম: আইনের এক ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই কেরলে ফের ধর্ষণের শিকার নার্সিং ছাত্রী। এই ঘটনায় ওই দলিত নার্সিং ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল ভারকলার অয়ান্তি ব্রিজের কাছে এই ঘটনা ঘটেছে। ১৯ বছরের ওই বিএসসি নার্সিং ছাত্রী তাঁর পরিচিত এক ব্যক্তির অটো রিক্সা চড়ে যাচ্ছিলেন। পরে অটোতে চড়ে চালকের দুই বন্ধু।
তিনজন মিলে ওই ছাত্রীকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর চিত্কার শুনে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সাহায্যের জন্য ছুটে যান। তাঁরা ওই ছাত্রীকে উদ্ধার করেন। ঘটনায় নৃশংসতার ওই ছাত্রী সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং তিনি বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁকে তিরুবনন্তপুরম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এর্নাকুলাম জেলায় আইনের এক দলিত ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়।
কেরলে ফের ধর্ষণের শিকার দলিত ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 06:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -