পটনা ও দ্বারভাঙা: কয়েকদিনের তফাতে বিহারে ফের আরও একটি পরীক্ষার জালচক্র প্রকাশ্যে এল।


খবরে প্রকাশ, কয়েকটি টিভি চ্যানেলের করা স্টিং অপারেশনে দেখানো হয়েছে, রাজ্যের শাসক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-র সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে দাবি করা হামিদা আসঘারিকে।


ফুটেজে দেখা গিয়েছে, দায়রা আদালতে চতুর্থ শ্রেণির পদের পরীক্ষায় আবেদন করা দ্বারভাঙা নিবাসী এক চাকরীপ্রার্থীর সঙ্গে আসঘারি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে রফা করছেন।


যদিও স্টিং অপারেশন প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এদিন অভিযুক্তের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে নীতীশ কুমারের দল। জেডিইউ-র মুখপাত্র নীরজ কুমার দাবি করেন, ওই মহিলার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। তিনি জানিয়ে দেন, আইন মোতাবেক ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ইতিমধ্যেই, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, হামিদা ও তাঁর পরিবার বর্তমানে পলাতক। তাঁদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।


প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই রাজ্য সরকারের স্টাফ সিলেকশন কমিশনের কেরানি পদের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। যার জেরে পরীক্ষা বাতিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


প্রত্যেক চাকরীপ্রার্থীর থেকে ৫-৬ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগে বোর্ডের সচিব সহ ৬ জনকে গ্রেফতারও করা হয়।