আমদাবাদ: গোধরাকাণ্ডের মূল অভিযুক্তদের আরও একজন ধরা পড়ল বুধবার। ইমরান বটুক নামে ওই অভিযুক্তকে মালেগাঁও থেকে গ্রেফতার করেছে আমদাবাদের ক্রাইম ব্র্যাঞ্চ। মালেগাঁওয়ে সে বেআইনি বালি তোলার কারবারে জড়িত ছিল বলে জানা গিয়েছে। ২০০২ থেকে পালিয়ে বেড়াচ্ছিল সে। মামলার দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে তার।
এর আগে গোধরায় ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের এস ৬ কামরা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আরেক অভিযুক্ত ফারুক ভানাকে গত ১৮ মে গ্রেফতার করে গুজরাতের সন্ত্রাস দমন শাখা। গত বছর ধরা পড়ে কাসাম ইব্রাহিম ভামেদি নামে আরেক অভিযুক্তও। গোধরার সেই ট্রেনে আগুন ধরানোর আগে তাতে ইট-পাথর ছোঁড়া, তার জানালা ভেঙে দেওয়ার অভিযোগ ছিল তার নামে।
গোধরার সেই ঘটনায় নিহত হয়েছিলেন অযোধ্যা থেকে করসেবা করে ফেরা প্রায় ৬০ জন ট্রেনযাত্রী। তার প্রতিক্রিয়ায় গুজরাতে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে।
মালেগাঁও থেকে গ্রেফতার গোধরাকাণ্ডের অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2016 10:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -