নয়াদিল্লি: নাজিব আহমেদের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) আরও এক ছাত্র নিখোঁজ। মুকুল জৈন নামে জীবন বিজ্ঞান কোর্সে ভর্তি হওয়া ওই পড়ুয়াকে গত ৮ জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রের খবর। ২৬ বছরের মুকুল পিএইচডি কোর্স করছিলেন। বান্ধবীর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি সমস্যার মধ্যে ছিলেন বলে অনুমান পুলিশের। তবে এখনও পর্যন্ত এই অন্তর্ধানের পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে না, জানিয়েছে তারা। গত সপ্তাহের শেষে গাজিয়াবাদে বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ে ফেরেন মুকুল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভিতে মুকুলকে গত সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ক্যাম্পাসের চার নম্বর গেট থেকে বেরতে দেখা গিয়েছে। তাঁকে শেষ দেখা যায়, ল্যাবরেটরির দিকে যাচ্ছেন। তাঁর বন্ধুরা পুলিশকে জানিয়েছেন, ওয়ালেট ও মোবাইল ফোনটি সেখানেই ফেলে গিয়েছেন মুকুল।
প্রসঙ্গত, নাজিবের নিখোঁজ হওয়া ঘিরে ব্যাপক শোরগোল হয়েছে। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্য বলে পরিচিত একদল পড়ুয়ার সঙ্গে তর্কাতর্কি, হাতাহাতির পর ২০১৬-র ১৫ অক্টোবর জেএনইউয়ের মাহি-মান্ডবী হস্টেল থেকে উধাও হয়ে যান তিনি। মাসখানেক বাদে ছেলেকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়ার আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টে যান নাজিবের মা। গত ১৬ মে হাইকোর্ট বায়ো টেকনোলজির এমএসসি পড়ুয়া নাজিবের নিখোঁজ রহস্যের তদন্ত ভার দেয় সিবিআইকে।