ইম্ফল: মণিপুর থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) বাতিলের দাবিতে দীর্ঘ ১৬ বছরের অনশন তুলে নেওয়ায় নানা মহলের নিন্দা, ধিক্কার শুনতে হচ্ছে ইরম শর্মিলা চানুকে। এবার একই দাবিতে আমৃত্যু অনশনে বসছেন আরেক মণিপুরী কন্যা। দুই মেয়ের মা, ৩২ বছর বয়সি আরামবাম রবিতা লেইমা ইম্ফল পশ্চিম জেলার এক কমিউনিটি হলে আগামীকাল সকাল ১০টায় অনশনে বসবেন বলে ঘোষণা করেছেন।
শর্মিলার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আছে বলে মন্তব্য করে আফস্পার বিরুদ্ধে তাঁর লড়াইটাকেই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন রবিতা। জানিয়েছেন, শুধু ‘দানবীয়’ আফস্পা বাতিল নয়, তিনি রাজ্যে ইনার লাইন পারমিট (আইএলপি) সিস্টেম চালুর দাবিও করছেন।
যদিও বেশ কয়েকটি মহিলা গণ সংগঠন তাঁকে তাঁর দুই মেয়ে, ১০ বছরের ডায়মন্ড ও ৪ বছরের তাম্ফামণির কথা মাথায় রেখে আমৃত্যু অনশনে না বসতে অনুরোধ করেছে। কিন্তু রবিতা তাঁর সিদ্ধান্তে অবিচল।
শর্মিলা ৯ আগস্ট অনশনের রাস্তা ছেড়ে রাজনীতির মূল স্রোতে সামিল হওয়ার ঘোষণা করেছেন। জানিয়েছেন, তিনি ভোটে লড়বেন, মুখ্যমন্ত্রী হয়ে আফস্পা তুলে দেবেন। কিন্তু রবিতার মত, আমরণ অনশনই লড়াইয়ের পথ।
শর্মিলার মতোই আফস্পা-র বিরুদ্ধে আমৃত্যু অনশনে বসতে চলেছেন আরেক মণিপুরী মেয়ে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2016 04:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -