তুরা (মেঘালয়): পশুবাজারে কসাইখানায় জবাইয়ের জন্য গরু বিক্রির ওপর কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে দল ছাড়লেন মেঘালয়ের নর্থ গারো হিলস বিজেপি জেলা সভাপতি বাছু মারাকও।
বিজেপি রাজ্য সভাপতি শিবুন লিংডোকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

গারো পাহাড়ে বিয়ার, বিফ পার্টি দিয়ে কেন্দ্রের মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের কর্মসূচি ফেসবুকে ঘোষণা করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরাগভাজন হন বাছু। বিজেপি-র জাতীয় মুখপাত্র নলিন কোহলি তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

গতকাল রাতে বাছু ইস্তফা দিয়ে বলেন, গারোদের ভাবাবেগের প্রশ্নে আপস করতে পারব না। আমি গারো, আমার সম্প্রদায়ের স্বার্থরক্ষাকেই আমি অগ্রাধিকার দেব। গোমাংস খাওয়া আমার সংস্কৃতি, ঐতিহ্যের অঙ্গ। বিজেপি-র অ-ধর্মনিরপেক্ষ সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়া মেনে নিতে পারছি না। তিনি আরও বলেন, কেন বারবার গোমাংস নিয়েই আপত্তি? শূয়োর, মুরগী, ছাগল, অন্য জানোয়ারে তো সমস্যা হয় না!

একই ইস্যুতে ওয়েস্ট গারো হিলস বিজেপি জেলা সভাপতি বার্নার্ড মারাকের দলত্যাগের চারদিনের মাথায় তাঁর পথেই হাঁটলেন বাছু। ১০ জুন তুরায় বিফ পার্টির আয়োজন করেছেন বার্নার্ড। সেখানে যাবেন বাছু। তিনি বলেছেন, বিজেপির চেষ্টার প্রতিবাদ জানাতে ওখানে যাব।

বার্নার্ডও সম্প্রতি ঘোষণা করেন, আগামী বছর বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সস্তায় গোমাংস পাওয়া যাবে। যেখানে কেন্দ্রের বিজেপি সরকারের নয়া গবাদি পশু বিধি নিয়ে সমালোচনার ঝড় বইছে, সেখানে তাঁর ঘোষণায় অস্বস্তিতে পড়ে যায় দল। তিনিও ইস্তফা দেন।