১৬ এপ্রিলের পর ফের নাবালিকাকে ধর্ষণ করে খুন উত্তরপ্রদেশের এটায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2018 04:01 PM (IST)
C
এটা: গত ১৬ এপ্রিলই উত্তরপ্রদেশের এটায় এক নাবালিকা যখন পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল, সেখান থেকেই তাকে টেনে নিয়ে ধর্ষণ করে বিয়ে বাড়িতে কাজে আসা এক ব্যক্তি। তারপর সেই নাবালিকার দেহ মেলে বিয়ে বাড়ি থেকে কিছু দূরে আলিগঞ্জ রোডের মান্ডি সমিতি এলাকায় একটি নির্মীয়মান বাড়ির নীচ থেকে। সেই ঘটনার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই, ফের এটাতে এক ন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হল। গতকাল রাতে ঘটনাটি ঘটে। এবারও মেয়েটি এসেছিল এটার আলিগঞ্জ থানার কেলথা এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এবারও অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা শুরু হয়েছে। সূত্রের খবর, ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। পেশায় গাড়ির চালক ওই ব্যক্তি দুই সন্তানের বাবা। এই ঘটনায় তার দাদাকেও গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, এই দুটি ঘটনা তখনই ঘটল, যখন উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক কিশোরীর ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলেরই এক বিধায়কের। সেই নিয়ে উত্তাল সারা দেশের রাজনীতি। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ প্রায় নিত্যদিনের ঘটনা। এরমধ্যে সীতাপুরে এক ৩৫ বছরের মেয়ে তাঁর বাবার বিরুদ্ধে বন্ধুদের সঙ্গে মিলে ধর্ষণের অভিযোগ এনেছেন। প্রশ্নের মুখে রাজ্যে মহিলাদের নিরাপত্তা। সমালোচনার মুখে যোগী সরকার।