পুদুকোত্তাই (তামিলনাড়ু): মূর্তি ভাঙার ধারা অব্যাহত রয়েছে। ফের তামিলনাড়ুতে ভাঙা পড়ল পেরিয়ারের মূর্তি।
খবরে প্রকাশ, গতকাল রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ছেনি দিয়ে প্রখ্যাত সমাজ সংস্কারক তথা দ্রাবিড়ীয় আন্দোলনের নায়ক ই ভি রামস্বামী ওরফে পেরিয়ারের মূর্তির মাথা ভেঙে নীচে রেখে চলে যায়।
খবর পেয়েই এদিন ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকরা। অত্যন্ত দ্রুততার সঙ্গে মূর্তি মেরামতের কাজ শুরু করে জেলা প্রশাসন। এদিন সকালের মধ্যেই মূর্তিটি ঠিক করে দেওয়া হয়।
https://twitter.com/RahulGandhi/status/976001497950453760
২০১৩ সালে মূর্তিটির উন্মোচন করে দ্রাবিদার কাজঘাম নেতা কে বীরমণি। দলের জেলা ইউনিট তার রক্ষণাবেক্ষণ করে থাকে। এই ঘটনার পরই শান্তি বজায় রাখতে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এর আগে, গত ৬ মার্চ ভেলোর জেলায় পেরিয়ারের একটি মূর্তিও ক্ষতিগ্রস্ত করা হয়। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনা এই কারণে তাৎপর্যপূর্ণ কারণ, সম্প্রতি বিজেপি নেতা এইচ রাজা ইঙ্গিত দিয়েছিলেন যে লেনিনের পর এবার এই যুক্তিবাদী নেতার মূর্তি নামানো হবে। যদিও, পরবর্তীকালে, তিনি ওই মন্তব্যের গোটা দায় নিজের ফেসবুকের অ্যাডমিনের ওপর চাপিয়ে দেন।