লখনউ: উন্নাওয়ে এক নাবালিকাকে গণধর্ষণ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই উত্তরপ্রদেশের আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এল। সম্ভল জেলায় শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় এক তরুণীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মেয়েটিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।


পুলিশ সূত্রে খবর, অঙ্কিত নামে অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করছিল। তিনি বাড়ির লোকজনকে এ কথা জানান। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। মঙ্গলবার রাতে তিনি যখন বাড়িতে একা ছিলেন, তখন জোর করে ঢুকে পড়ে শ্লীলতাহানির চেষ্টা করে অঙ্কিত। বাধা পেয়ে সে মেয়েটিকে মারধর করার পর তাঁর গায়ে কেরোসিন ঢেলে দেয়। ওই তরুণী সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে জ্বালিয়ে দেয় অঙ্কিত। এরপর মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।