নয়াদিল্লি: ফের সংকটে পাশে দাঁড়ালেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ট্যুইটের মাধ্যমে এক মহিলাকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আত্মহত্যা না করার আর্জি জানালেন স্বরাজ। ভিসার সমস্যা নিয়ে বিদেশমন্ত্রীকে ট্যুইট করে অভিযোগ জানিয়েছিলেন জ্যোতি এস পান্ডে নামে এক মহিলা। নিউজিল্যান্ডের জন্য ভিসা না পাওয়ায় সমস্যা পড়ে তিনি স্বরাজের সাহায্য চেয়ে ট্যুইট করেন।  তিনি লেখেন, ‘আমার ভিসার জন্য সাহায্য করুন।আপনার কাছে আমার সমস্যার কথা পৌঁছে দেওয়ার জন্য কি আমাকে আত্মহত্যা করতে হবে’?
এই ট্যুইটের জবাবে স্বরাজ ট্যুইট করেন, ‘আপনি আত্মহত্যা করবেন না। আপনার সমস্যার কথা বলুন’।





বিদেশমন্ত্রী আরও লেখেন, ‘আমার সঙ্গে দেখা করুন। আপনার নম্বর মেলে পাঠিয়ে দিন। আমার অফিস আপনাকে সাক্ষাতের সময় জানিয়ে দেবে’।
এভাবে ট্যুইটের মাধ্যমে ওই মহিলাকে নিশ্চিত করেন স্বরাজ।





<code

>
উল্লেখ্য, ট্যুইটারের মাধ্যমে সংকটগ্রস্তদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য বেশ খ্যাতি অর্জন করেছেন বিদেশমন্ত্রী। এমনকি, হাসপাতালের বেডে চিকিত্সাধীন থাকার সময়ও ট্যুইটারের মাধ্যমে সাহায্য পৌঁছে দিয়েছেন।