ইটানগর: পাঁচ দিনের মধ্যে দুবার এভারেস্টের শিখর ছুঁয়ে, দুই সন্তানের জননী, বছর ৩৭-এর অনসু জামসেনপা তৈরি করলেন নয়া রেকর্ড। অনসু অরুণাচল প্রদেশের বাসিন্দা। অনসু এই নিয়ে চারবার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের শিখর ছুঁলেন। শেষবার তিনি এভারেস্ট জয় করেছেন এই বছরেরই ১৬ মে। তাঁর স্বামী শেরিং ওয়াঙ্গে জানিয়েছেন, অনসু শারীরিক ভাবেও সম্পূর্ণ ফিট রয়েছেন।

অনসুর স্বামীই জানিয়েছেন, গত ১৬ মে সকাল ৯টা বেজে ১৫ মিনিটে তাঁর স্ত্রী শেষবারের জন্যে এভারেস্টের চূড়োয় পৌঁছন। প্রসঙ্গত, মহিলা হিসেবে মাত্র পাঁচ দিনের মধ্যে দুবার এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে নয়া রেকর্ড করেছেন জামসেনপা।

এর আগে ২০১১ সালে দশ দিনের মধ্যে দুবার বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ ছুঁয়ে তিনি নয়া রেকর্ড করেছিলেন। এরপর ২০১৩ সালে নেপালের দিক দিয়ে পর্বত শিখরে পৌঁছন ওই মহিলা। এই অরুণাচলি মহিলার এইমুহূর্তে একমাত্র লক্ষ্য হল এভারেস্টের চূড়োয় পৌঁছে ভারতের পতাকা স্থাপন করা এবং সেখানে গিয়ে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানানো।এরজন্যে জামসেনপা প্রত্যেক ভারতবাসীর থেকে আশীর্বাদ চেয়েছেন, জানিয়েছেন জামসেনপার জনসংযোগ ম্যানেজার। আপাতত তিনি ফের তাঁর অভিযান শুরু করেছেন গত শুক্রবার, জানিয়েছেন জামসেনপার স্বামী। তাঁর সাফল্য কামনায় বিভিন্ন বৌদ্ধ মঠ এবং মন্দিরে পূজোপাঠ শুরু হয়েছে।