নয়াদিল্লি: রাহুল গাঁধী পাল্টা নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের জবাবী ভাষণে লোকসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। জবাবে কংগ্রেস সভাপতির বক্তব্য, সংসদে অভিযোগ না করে কর্মসংস্থান, কৃষক সমস্যা ও রাফালে যুদ্ধবিমান ডিল নিয়ে দেশ যেসব প্রশ্ন তুলছে, উনি সেগুলির জবাব দিন। কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বলেন, মনে হয় উনি এটা ভুলে গিয়েছেন যে, উনি বিরোধী নেতা নন, প্রধানমন্ত্রী। এক ঘন্টার বেশি ভাষণ দিলেন, কিন্তু রাফালে যুদ্ধবিমান ডিল, কৃষক সমস্যা, বেকারদের কর্মসংস্থান সম্পর্কে একটি কথাও বললেন না। পুরোপুরি রাজনৈতিক ভাষণ দিয়ে গেলেন।
রাহুলের মন্তব্য, প্রধানমন্ত্রীকে দেশ প্রশ্ন করছে। কিন্তু উনি জবাব দিচ্ছেন না। এখানে মানে সংসদে আপনাকে জবাব দিতে হবে, তা না করে পাল্টা প্রশ্ন করতে পারবেন না।
রাহুলের বক্তব্য, প্রধানমন্ত্রী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে যত ইচ্ছা বলতে পারেন, কিন্তু সংসদে নয়, সেখানে তাঁর দেশের মানুষের তোলা প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। উনি কংগ্রেস সম্পর্কে সঠিক ভাবেই বলতে পারেন, তবে তার জায়গা এটা নয়। জনসভায় বলুন, এখানে নয়।
অভিযোগ না তুলে সংসদে রাফালে ডিল, কৃষক, কর্মসংস্থান নিয়ে দেশের প্রশ্নের জবাব দিন, মোদীকে পাল্টা রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2018 03:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -